Wednesday, 24 June 2015

ফেসবুক! এবার কম্পিউটারকে ভাইরাসমুক্ত করবে !

05:57 Posted by Mark Andrew Wilson No comments
ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবরই দিলেন ফেসবুক কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার শুরু করেছে ফেসবুক। যার ফলে ডিভাইসের ক্ষতি হয় এমন সফটওয়্যার শনাক্ত করবে এই নিরাপত্তা সফটওয়্যারটি। বুধবার ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্যাসপারস্কি ল্যাবের সঙ্গে নতুন নিরাপত্তা সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছে। ক্যাসপারস্কি ছাড়াও ফেসবুকের সঙ্গে কাজ করছে ইসেট, এফ-সিকিউর ও ট্রেন্ড মাইক্রো। ম্যালওয়্যার যদি কম্পিউটারে নিষ্ক্রিয় হয়েও থাকে, তা খুঁজে বের করে তা চিরতরে নির্মূল করার প্রচেষ্টা চালাবে ফেসবুক।

জানা গেছে, গত তিন মাসে ২০ লাখ কম্পিউটারকে ভাইরাসমুক্ত করেছে এ সফটওয়্যারটি। -এএফপি


0 comments:

Post a Comment