Monday, 5 October 2015

ওয়েবসাইটে ভিসিটর নেই? ভিসিটর বাড়িয়ে নিন এখনি

02:45 Posted by Mark Andrew Wilson No comments
আমাদের সবারই বর্তমানে ব্লগ বা ওয়েবসাইট আছে। আমরা সবাই চাই, আমাদের ওয়েবসাইটটিতে প্রচুর পরিমানে ভিসিটর আসুক। কারন ভিসিটর হলো একটা ওয়েবসাইটের প্রান।

ভিসিটর আনার জন্য আমরা অনেক কিছু করি কিন্তু আশানুরুপ ফল পাইনা। আজ আমি দেখাবো কিভাবে আপনি প্রতিদিন অনেক ভিসিটর নিয়ে আনবেন।

এটা আমরা ট্রাফিক এক্সচেঞ্জ এর মাধ্যমে করবো।
প্রথমে এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নিন। এবার আপনার ইমেইল ভেরিফাই করতে হবে। ইমেইলে ডুকে দেখুন একটা মেসেজ এসেছে। সেটাতে ডুকে আপনার আইডি ভেরিফাই করে নিন। এবার লগিন করুন।

এখন উপরে মেনুবারে দেখুন লেখা আছে "Traffic exchange" এটাতে ক্লিক করুন। এবার তিনটা অপশন দেখবেন। ৩ নং এ ডুকে আপনার ওয়েবসাইট(যেখানে ভিসিটর নিতে চান) এড করে নিন।
এবার ব্যাক দিয়ে ১ নং এ দেখুন লেখা আছে "Auto Traffic exchange" ২ নং এ দেখুন লেখা আছে "Manual Traffic exchange" যেকোন একটাতে ক্লিক করুন। আমার মতে ম্যানুয়ালে ক্লিক করলে ভালো হবে। কারন অটোতে আপনি প্রত্যেকটি ওয়েবসাইট ভিসিট করলে পাবেন ৪ কয়েন আর ম্যানুয়াল এ পাবেন ১৮ কয়েন। ম্যানুয়েলে ক্লিক করার পর ৬ টা ঘর দেখবেন। প্রত্যেকটিতে ক্লিক করে আপনি পাবেন ১৮ কয়েন করে। এভাবে কয়েন জমাতে থাকুন আর ঐদিকে আপনার ওয়েবসাইটের ভিসিটর বাড়তে থাকবে। এছাড়া আপনি রেফারেলের মাধ্যমেও কয়েন বাড়াতে পারেন। আবার ৫০ টি সাইট ভিসিট করার পর পাবেন ১০০ কয়েন বোনাস। আপনার কয়েন যত বেশি হবে আপনার ওয়েবসাইটের ভিসিটর তত বাড়তে থাকবে।

0 comments:

Post a Comment